নায়কোচিত সম্মান পাচ্ছেন চীনের উহানের চিকিৎসকরা
করোনাভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল চীনের উহান শহর। ভাইরাসটির উৎপত্তি হওয়া শহরটি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। অবশেষে সেখানকার লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে।
প্রায় ১১ সপ্তাহ ধরে লকডাউন ছিল উহান। এসময় ডাক্তার-নার্সদের জীবন বাজি রেখে লড়তে হয়েছে করোনা রোগীদের সুস্থ্য করে তুলতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় তারাও ঘরে ফিরতে শুরু করেছেন। যেখানেই যাচ্ছেন, নায়কোচিত সম্মান পাচ্ছেন তারা।
চীনের শহর উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। পুরো বিশ্ব যখন লকডাউনে আছে ঠিক তখন উহানের লকডাউন উঠে যাচ্ছে।
এই ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চীনে তিন হাজার ৩০০ এর বেশি মানুষ মারা গেছেন। সরকারি হিসেব অনুযায়ী চীনে ৮১ হাজার ৭৪০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সারাবিশ্বে আক্রান্তের সর্বশেষ সংখ্যা প্রায় ১৪ লাখ, মৃত প্রায় ৮০ হাজার। বাংলাদেশে মোট ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ৪১ জন আক্রান্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছে। খবর: বিবিসি।