রমজানে ইন্দোনেশিয়ায় ঘরে বসে নামাজ, ঈদের জামাত বাদ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০২:০২ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২০, ০২:০২ PM
করোনাভাইরাসের কারণে আসন্ন রমজান মাসে মুসলিমদের তারাবি ও অন্য যে কোনো নামাজ ঘরে বসে পড়ার আহবান জানিয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া ঈদের নামাজও বাদ দেয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।
বিবিসির খবর অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ৮৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। দেশটিতে প্রায় ২৬ কোটি মুসলিম বাস করেন। সেখানেও করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ইন্দোনেশিয়ায় মোট দুই হাজার ৪৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯২ জন।