০৭ এপ্রিল ২০২০, ১৩:৪৭

করোনা: পাকিস্তানে ডাক্তারদের বিক্ষোভ, সংঘর্ষ

  © এএফপি

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের কোয়েটায় ডাক্তারদের একটি মিছিলে পুলিশ হামলা করেছে। সেখান থেকে ১২ জনেরও বেশি ডাক্তার ও প্যারামেডিককে গ্রেফতার করা হয়েছে।

তারা করোনাভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে যথাযথ সুরক্ষা সরঞ্জামের দাবিতে এই বিক্ষোভে নামে। তবে পাকিস্তানের সরকার বলছে তারা যথেষ্ট মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়েছে।

কিন্তু স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিতরা বলছে তারা ঝুঁকিতে আছে, কারণ তারা এমন রোগীর সংস্পর্শে আছেন যাদের টেস্ট করা হয়নি। খবর: বিবিসি।