০৩ এপ্রিল ২০২০, ২১:৩৯

পাকিস্তানে জুমার নামাজ ঠেকাতে কারফিউ জারি

  © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে জুমার নামাজ পড়া ঠেকাতে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিন্ধুতে কারফিউ জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তিন ঘণ্টার জন্য সেখানে কারফিউ জারি করা হয়। খবর- বিবিসি

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় সামাজিক সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারের নিষেধ অমান্য করে গত সপ্তাহেও মানুষ নামাজ আদায়ে মসজিদে জড়ো হয়েছিল।

সিন্ধু প্রদেশ এক সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন রয়েছে। লকডাউন ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রাদেশিক সরকারের বিরোধিতা করে বলেছিলেন, লকডাউনের কারণে মানুষ ক্ষুধায় মারা যাবে। এরপর গত সপ্তাহে মসজিদে ইমামসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল সিন্ধু সরকার। তবে মানুষজন তা উপেক্ষা করেই জামাতে নামাজ পড়েছে।

এরপরই এ সপ্তাহে জুমার নামাজ ঠেকানোর জন্য দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মানুষের চলাচল বন্ধ রাখতে কারফিউ জারি করা হয়। এ সময়ে সব বাজারহাট বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হয়।

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাকিস্তানে। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, পুরো পাকিস্তানে অন্তত ২ হাজার ৪৫০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিন্ধু প্রদেশে আক্রান্ত হয়েছে ৭৮৩ জন। আর গত পাঁচ দিনেই প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম শহর হায়দ্রাবাদে আক্রান্ত হয়েছে ১৩০ জন।