করোনাভাইরাসে প্রথম বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী একজন চিকিৎসক মারা গেছেন। প্রথম কোনো বাংলাদেশি চিকিৎসক হিসেবে করোনাভাইরাসে মৃত্যুবরণ করলেন তিনি। এছাড়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে।
জানা গেছে, মৃত চিকিৎসকের নাম আফাক হোসেন (৫৮)। অপর দুজন হলেন, মোহাম্মদ হাসান (৩৮) ও কোরবান আলী (৫৪)। মদিনায় একটি বেসরিকারি হাসপাতালে কর্মরত ছিলেন আফাক হোসেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।যশোর জেলার বাসিন্দা তিনি।
আর মদিনার আল তাইবা মার্কেটে কাজ করতেন মোহাম্মদ হাসান। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ চাকফিরানী দূর্লুবের পাড়ার বাসিন্দা তিনি। তার বাবার নাম লিয়াকত আলী।
হাসানের ছোট ভাই মোহাম্মদ হেলাল জানান, ‘করোনাভাইরাসের কারণে বন্ধ থাকায় বন্ধুসহ খামারে বেড়াতে গিয়েছিলেন তার ভাই। সেখান থেকে সর্দি-কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনাভাইরাস শনাক্ত হলে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মঙ্গলবার মারা যান।
এদিকে মদিনার সোলায়মান ফাহাদ কোম্পানিতে কর্মরত কোরবান আলী। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলে করোনাভাইরাস ধরা পড়ে। গত ২৪ মার্চ মদিনার আল জাহরা হাসপাতালে তিনি মারা যান। তিনি সাভার উপজেলার সাদাপুর পূরান গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বাবার নাম রেজাউল করিম।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আইন সহকারী মুমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরেকজনের মৃত্যুর তথ্য এসেছে। তবে তার কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। যে দুজনের ব্যাপারে নিশ্চত হওয়া গেছে তার মধ্যে একজন চিকিৎসক এবংও অপরজন একটি কোম্পানির কর্মী।’