করোনায় মারা গেলেন যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেলেন যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইব্রাহীম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মঙ্গলবার (৩১ মার্চ) ইব্রাহীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গতকাল সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৫৪০ জনের মৃত্যু হয়েছে। এতে করে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার একশ ৬৬ জনে।
যুক্তরাষ্ট্র্রে এখন পর্যন্ত এক লাখ ৬৪ হাজার ২৫৩ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন হাজার পাঁচশ ১২ জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি বিবেচনায় রেখে এক হাজার শয্যাবিশিষ্ট নৌ-বাহিনীর ভাসমান হাসপাতাল আশার আলো দেখাচ্ছে নিউইয়র্কের বাসিন্দাদের।
জানা গেছে, তেলের জাহাজ নতুনভাবে রঙ করে করোনা মোকাবেলার লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহাজটি ভেসে যাওয়ার সময় নিউইয়র্ক এবং নিউজার্সির বাসিন্দারা হাডসন নদীর তীরে দাঁড়িয়ে উল্লাস করছিল।
মার্কিন নৌ-বাহিনী বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে সেই জাহাজে। যাদের সার্জারি দরকার এবং বিশেষ সেবা দরকার, তাদের ঝুঁকিমুক্ত রাখতে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।