২৯ মার্চ ২০২০, ১০:৩৩

করোনায় নিউইয়র্কে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল

  © ফাইল ফটো

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে বিগত দুদিনে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মাত্র ৯ দিনে ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই নিউইয়র্কে বসবাস করে আসছিলেন।

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যের নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়েছেন।

এরমধ্যে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।  দেশটিতে মাত্র একদিনেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি। আর মারা গেছেন ৫১৫ জন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কসহ আরও দুটি অঙ্গরাজ্যে কোয়ারেন্টাইনের নির্দেশ জারির বিষয়টি বিবেচনা করছেন তিনি।

ট্রাম্প বলেন, নিউইয়র্ক ও নিউজার্সিরি সবাইকে কোয়ারেন্টাইনে রাখার কথা ভাবছি। কানেকটিকাটের কিছু অংশও এর আওতায় পড়বে। অবশ্য এতে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কোয়ারেন্টাইন বিবেচনাটি আইনসঙ্গত হবে না।

এদিকে নিউইয়র্কে আরও কয়েকজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসায় নিউইয়র্কে নৌবাহিনীর ভাসমান হাসপাতাল জাহাজ পাঠিয়েছেন প্রেসিডেন্ট। নিউইয়র্ক পুলিশেও আক্রান্তের সংখ্যা শত শত। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এক বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।