আইসোলেশনে সাকিব আল হাসান

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি হোটেলে আইসোলেশনে রয়েছেস নিষেধাজ্ঞায় থাকা বিশ্বসেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশে থাকলেও দেশে করোনা পরিস্থিতির খোঁজ রাখছেন সব সময়। আর ভয়াল এ ভাইরাস থেকে বাঁচতে সবাইকে কিছু সহজ পদ্ধতি মেনে চলতে অনুরোধ করেছেন সাকিব। জানিয়েছেন, করোনা সতর্কতার অংশ হিসেবে নিজেকে ‘আইসোলেটেড করে রেখেছেন তিনি।

সাকিব বলেছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা এরই মধ্যে জেনেছেন আমাদের দেশে কয়েকজন করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাই পারে আমাদের দেশকে আর আমাদের সুস্থ রাখতে।'

করোনা থেকে বাঁচার সহজ পদ্ধতিগুলো নিয়ে সাকিব বলেন, 'কিছু সহজ পদ্ধতি মেনে চললে আমরা এ রোগ থেকে মুক্ত থাকতে পারব, আমাদের দেশকেও মুক্ত রাখতে পারব। যেমন সাবান দিয়ে হাত ধোয়া। সামাজিক দূরত্ব বজায় রাখা। হাঁচি বা কাশি দেওয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলা। বিদেশফেরত যদি কেউ থাকে তবে তার নিজেকে ঘরে রাখা এবং যেন ঘরের বাইরে না যান সেটা খেয়াল রাখতে হবে।'

 


সর্বশেষ সংবাদ