করোনা ‘চাইনিজ ভাইরাস’: ট্রাম্প
করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেছেন যক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতির জন্য এবার সরাসরি চীনকে দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার এক টুইটে ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইনস এবং অন্যান্য শিল্পখাতকে শক্তিশালীভাবে সহায়তা দেবে।’
টুইটে তিনি আরো লিখেন, ‘আমরা আগের চেয়েও অনেক শক্তিশালী হবো।’
ট্রাম্পের এই মন্তব্যে চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্কে নতুন করে সঙ্ঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কূটনীতিবিদরা।
শুরুতে করোনার প্রকোপকে তেমন গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। প্রাণ হারিয়েছেন ৯৩ জন।পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। নিজেও ডাক্তারি পরীক্ষা করিয়েছেন ট্রাম্প। আর তারপরেই পরিস্থিতি সামাল দেয়া নিয়ে যাবতীয় গড়িমসির অভিযোগ ঝেড়ে ফেলতে উদ্যত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের মৃত্য হয়েছে। বিশ্বের ১৫৭টি দেশের প্রায় দুই লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।