চীনের ল্যাব-অ্যাক্সিডেন্টেই বিশ্বে করোনাভাইরাস বিপর্যয়!
বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাস কি চীনের তৈরি ‘জৈব অস্ত্র’! উহানের ল্যাব-অ্যাক্সিডেন্টেই কি এই বিশ্বজোড়া মহামারি? এমন জল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সৌজন্যে মার্কিন ডিন কুনৎজ়ের প্রায় চার দশক আগে লেখা রহস্য উপন্যাস ‘দ্য আইজ় অব ডার্কনেস’। সেই উপন্যাসের দু’টি পাতার ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, উপন্যাসের দু’টি চরিত্র নিজেদের মধ্যে উহানের ল্যাবে তৈরি বিধ্বংসী জৈব অস্ত্র ‘উহান ৪০০’ নিয়ে কথা বলছে।
অস্ট্রেলিয়ার তথ্য যাচাই সংস্থা বলছে, ১৯৮১-তে ছদ্মনামে লেখা এই বইটির যে সংস্করণ প্রকাশিত হয়, তাতে ‘গোর্কি ৪০০’-র কথা ছিল। তা হলে, ‘উহান ৪০০’ বইয়ের পাতায় এল কী ভাবে?
সংস্থাটির দাবি, ১৯৮৯-এর সংস্করণে লেখক হিসেবে স্বনামে এই বদল ঘটান ডিন। কারণ তত দিনে সোভিয়েত ইউনিয়নের (এখন রাশিয়া) সঙ্গে আমেরিকার ঠান্ডা যুদ্ধ প্রায় শেষের দিকে। আমেরিকার নতুন শত্রু হিসেবে উঠে এসেছে চিন। খবর: আনন্দবাজার।