বোয়ালখালীতে হাতির পায়ে শিশু পিষ্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৯:৪৬ AM , আপডেট: ১৫ মার্চ ২০২০, ০৯:৪৬ AM
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের বড়টিলা গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. আকিব (৩) বড়টিলা এলাকার মো. শামসুল আলমের ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকের এ ঘটনায় শিশুটির বাবাও আহত হয়েছেন।
জানা যায়, রাতে স্থানীয় একটি মাজার থেকে ফিরছিলেন শামসুল আলম ও তার স্ত্রী। সঙ্গে শিশু সন্তানটি ছিল। এ সময় বাড়ির কাছে পৌঁছাতেই হাতিটি তাদের সামনে থেকে আক্রমণ করে। পরে হাতিটি শামসুল আলমকে পা দিয়ে চাপা দিলে তিনি সন্তান আকিবকে কোল থেকে ছেড়ে দেন। এরপর হাতিটি আকবিকে পায়ে পিষ্ট করে।
নিহত শিশু আকিবের পিতা শামসুল আলম কোমর ও পায়ে ব্যথা পেয়েছেন জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন বাড়িতে আছেন।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, “এই হাতিটি হয়ত পাল থেকে বিচ্ছিন্ন হয়ে ওই এলাকায় ঢুকে পড়েছিল।”
করলডেঙ্গা পাহাড়ে হাতির পাল আছে বলে স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। শুক্রবার সেখান থেকে হাতি নেমে মধ্যম করলডেঙ্গা এলাকায় চলে আসে।
আক্রমণকারী হাতিটি এখনও ওই এলাকায় অবস্থান করছেন বলে ধারণা চেয়ারম্যানে