১২ মার্চ ২০২০, ১১:০৯

১০০ টাকার মাস্ক ২০ টাকায়, হকারকে নিয়ে ফেসবুকে তোলপাড়

চীন থেকে ছড়ানো করোনাভাইরাস ছড়িয়েছে বাংলাদেশেও। ফলে আতঙ্কে আছেন অনেকে। এ অবস্থায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম কয়েক গুন বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। সরবরাহ সংকটও দেখা দিয়েছে। অনেকে একসঙ্গে অনেক মাস্ক কিনে নিচ্ছেন।

অনেক হকার ১০/২০ টাকার মাস্ক বিক্রি করছেন ১০০/১৫০ টাকায়। তবে এর মধ্যে ব্যতিক্রম রাজধানীর একজন হকার। তিনি এতকিছুর মধ্যেও মাত্র ২০ টাকায় মাস্ক বিক্রি করছেন। তার একটি চবিও ভাইরাল হয়েছেন ফেসবুকে।

তবে সবার চাহিদা মেটাতে একজনের কাছে মাত্র একটির বেশি মাস্ক বিক্রি করেননি তিনি। তার এ আচরণ মুগ্ধ অনেকে। জানা গেছে, রাজধানীর গুলশান এলাকায় মাস্কগুলো বিক্রি করেন তিনি।

ওই যুবকের নাম জি কে কাজী বলে অনেকে জানিয়েছেন। গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের সামনে বুধবার মাস্ক বিক্রি করার সময়কার একটি ছবি ভাইরাল হয়। তবে এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অনেকে তাকে প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সুমন মোহাম্মদ নামে একজন লিখেছেন, ‘একজন হকার একটা মাস্ক ২০ টাকায় বিক্রি করছেন। অথচ কিছু কিছু জায়গায় এটা ১০০ টাকা করেও এটা পাওয়া যাচ্ছেনা।

উনার কাছে আপনি ২০ টাকায় পাবেন। ১ টার বেশি নিতে পারবেন না একজন। বিপদ বা দুর্যোগের সময় ব্যবসায় লাভ না, মানবতার জন্য মানুষের জন্য এগিয়ে আসাটাই বড়।’

এ বিষয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে সাখাওয়াত লিটন নামে একজন লেখেন, ‘স্যার মাস্ক মাত্র ২০ টাকা!!!!!!!!

-বলো কি, আমাকে তাইলে পাঁচটা দাও।

-না স্যার, একটার বেশী বেচিনা (সহজ- সরল উক্তি)

ছবির এই মানুষটিও জীবিকার তাগিদে ব্যাবসা করতেছে। কিন্তু তার এবং অন্যান্য দের মাঝে যেনো রাত-দিনের ফারাক। এতো এতো, স্বার্থপর মানুষ দেখতে দেখতে যখন অতিষ্ঠ হয়ে যাই, তখনই কিছু ভালো মানুষ-ও আছে যাদের কারণে, এখনো ভালোভাবে বাঁচার আশা দেখতে পারি আমরা।

ছবির ছেলেটিকে দেখেছিলাম আজ, গুলশান এর রাস্তায়, বাইকে বসেই দেখেছিলাম এই অসাধারণ মানুষটিকে। সিগন্যাল ছেড়ে দেওয়াতে, তার সাথে কথা বলা বা মাস্ক কেনা কোনোটাই হয়ে উঠেনি। ফেসবুক থেকেই তার ছবি টি পেলাম।

সব থেকে ভালো লাগার ব্যাপার ছিলো, তার ২০ টাকায় মাস্ক বিক্রয় করা, আর একজন কে একটি করেই মাস্ক দেয়া। মানুষের দ্বারা যদি করোনাভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হয়, তবে এই মানুষ গুলোই পারবে। সংগৃহীত...।’