রোগীকে ‘করোনা আক্রান্ত’ রিপোর্ট করায় চাকরি গেল চিকিৎসকের!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১১:৫১ AM , আপডেট: ১১ মার্চ ২০২০, ১১:৫১ AM
এক অনাবাসী ভারতীয়ের করোনাভাইরাস হয়েছে, এই সন্দেহের কথা প্রশাসনকে জানানোয় চাকরি হারাতে হয়েছে কেরালার এক ডাক্তারকে। সম্প্রতি একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন তিনি।
গোটা দেশের মধ্যে এখনও পর্যন্ত কেরালাতেই সবচেয়ে বেশি সংখ্যক করোনা-আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। ডা. শিনু শ্যামলন নামে কেরালার ওই চিকিত্সক জানিয়েছেন, তিনি যে বেসরকারি ক্লিনিকে কাজ করতেন, দিন কয়েক আগে সেখানে তাঁকে দেখাতে আসেন এক ব্যক্তি। সর্দি-কাশি ও জ্বর নিয়ে আসা ওই ব্যক্তি সম্প্রতি কাতার থেকে ফিরেছেন বলে তাঁকে প্রশ্ন করে জানতে পারেন শিনু।
তাঁর এই বিদেশ সফরের কথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকে জানানো হয়েছে কিনা, তা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তিনি। উত্তরে ওই ব্যক্তি জানান, তিনি অনাবাসী ভারতীয়, শিগগিরই আবার কাতার ফিরে যাবেন।
ওই ব্য়ক্তির সম্পর্কে পুলিশে রিপোর্ট করেন ডা. শিনু শ্যামলন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সবাইকে সতর্ক করার চেষ্টা করেন তিনি। এই অপরাধেই ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে বলে অভিযোগ। খবর: এই সময়।