০৮ মার্চ ২০২০, ১১:২৮

খুলে দেয়া হয়েছে কাবা ঘরের তাওয়াফের স্থান (ভিডিও)

  © সংগৃহীত

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে সেটি আবারও খুলে দেওয়া হয়েছে। তবে ওমরাহকারীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিলো তা এখনো বিদ্যমান রয়েছে।

বিশেষ অ্যান্টিভাইরাস পরিচ্ছন্নতা অভিযান চালানোর সজন্য পর তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে।

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস এ ব্যাপারে পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

একইসঙ্গে গ্র্যান্ড মসজিদে দায়িত্বশীল কর্মীদের সঙ্গে মুসল্লিদের সহযোগিতা করার আহবান জানিয়েছেন তিনি।