ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনহো গ্রেফতার
ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা রোনালদিনহোকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।ভুয়া কাগজপত্র নিয়ে দেশে ঢোকার সময় বুধবার তাকে গ্রেপ্তার করে প্যারাগুয়ের পুলিশ।
প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সত্যতা নিশ্চিত করেছে। ন্যাশন গ্রুপ সংবাদমাধ্যমের সাংবাদিক অ্যাঞ্জেলিকা হিমেনেজ বিষয়টি জানিয়েছেন।
প্যারাগুয়ের ভার্সাস পত্রিকা জানিয়েছে, রোনালদিনহো ও তার ভাই রবার্তো প্যারাগুয়ের পাসপোর্ট নিয়ে দেশটিতে ঢুকেছেন। তার জাল পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্মতারিখ সবকিছু সঠিক পেয়েছে পুলিশ। তবে নাগরিকত্বের জায়গায় ব্রাজিল নয়, প্যারাগুয়ে লেখা।
২০১৮ সালে কলম্বিয়ার লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া চিনির কল বানানোর জন্য জরিমানা গুণতে হয় রোনালদিনহোকে। ২৩ লাখ ডলার জরিমানা করার পাশাপশি পাসপোর্টও জব্দ করা হয় তার। সে বছর নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়ে ফেলার পর জরিমানা দিয়ে ছাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল রোনালদিনহোর।
তখন দেখা যায়, জরিমানার অর্থ রোনালদিনহোর কাছে নেই। একসময় পৃথিবী কাঁপানো রোনালদিনহোর অ্যাকাউন্টে তখন ছিল মাত্র ছয় ডলার ৫৯ সেন্ট। ফলে পাসপোর্ট উদ্ধার করতে পারেননি রোনালদিনহো। সম্প্রতি একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার নিমন্ত্রণ পান সাবেক এ বার্সেলোনার সুপারস্টার।
সেখানে যোগ দেওয়ার জন্য জাল কাগজপত্র করিয়েছেন রোনালদিনহো। জাল পাসপোর্ট দিয়ে দেশ পাড়ি দেওয়ার সময় ধরা পড়েন সাবেক ফুটবল গ্রেট। প্যারাগুয়ের পুলিশ রোনালদিনহো যেখানে ছিলেন সেখানে তল্লাশি চালান। তার প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়ে রোনালদিনহো ও তার ভাইয়ের জাল কাগজপত্র ও অন্যান্য ভুয়া কাগজ উদ্ধার করা হয়।