বিনামূল্যে খাবার পাচ্ছে চীনের সেবাকর্মীরা

  © সংগৃহীত

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। দেশটিতে এখন করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষই ঘরবন্দী হয়ে থাকছেন। আর এই সব ঘরবন্দী মানুষদের সেবা দিচ্ছেন চীনের সেবাকর্মীরা। দেশটির বেশ কয়েকটি শপিংমল ঘরবন্দী মানুষদের জন্য বিনামূল্যে হালকা খাবার এবং কোমল পানীয় দিচ্ছে।

মূলত চীনের পুলিশ, স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্ন কর্মী এবং কুরিয়ার সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্টরা ঝুঁকি নিয়েই করোনা ভাইরাসের মধ্যে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আর তাদের সম্মানেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে চীনের বিভিন্ন শপিংমলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিষয়ে চীনের কোকো পার্ক শপিং মলের মুখপাত্র লি ওয়েঙ্কাই বলেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের শাংহাই এবং শেনঝেন শহরে অনেকগুলো ফ্রিজ রাখা হয়েছে। যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে কোমলপানীয় এবং হালকা খাবার। স্থানীয় শপিংমল এবং জনগণের সহায়তায় এই ব্যবস্থা করা হয়েছে বলে শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া সঙ্কটের মধ্যেও বিভিন্ন স্থানে সেবাকর্মীদের জন্য বিনামূল্যে ফেস মাস্কেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে এমন উদ্যোগে খুশি চীনের সেবাকর্মীরাও। এই বিষয়ে চীনের এক সেবাকর্মী বলেন, কোমলপানীয় আমার গলা ঠান্ডা করে দেয় কিন্তু এতে আমার হৃদয় উষ্ণ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ