সোশ্যাল মিডিয়া ছাড়ার কারণ জানালেন মোদি
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার বিষয়ে গত রোববার এক টুইট বার্তায় পোষ্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বিষয় নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অবশেষে মোদি নিজেই সেই রহস্য ভাঙলেন।
মঙ্গলবার আরেক টুইটে তিনি স্পষ্ট করলেন, কেন ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কতদিন এ থেকে সরে থাকবেন। তিনি লিখেছেন, ‘এই ‘নারী দিবসে’ আমি আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উৎসর্গ করলাম সেসব নারীদের, যাদের জীবন আর কাজ আমাদের অনুপ্রাণিত করেছে। এর ফলে লাখ লাখ নারীর মধ্যে নতুন করে আরও কাজের উৎসাহ বাড়বে। আপনিও কি এমন একজন নারী, যিনি অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন? বা এমন কাউকে চেনেন যার কাজ অনুপ্রেরণা জোগায়? তাহলে আমাদের সঙ্গে ভাগ করে নিন।’ অর্থাৎ তিনি মাত্র এই এক দিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ছেন।
এই টুইটের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মোদি। যাতে #SheInspiresUs হ্যাশ ট্যাগ করে লেখা, যে নারীরা অনুপ্রেরণা যোগান তারা @narendramodi ট্যাগ করে যেন তাদের গল্প শেয়ার করেন। এমনকি এমন কোনও নারীর গল্প যদি কেউ শেয়ার করতে চান, তাহলেও এই ট্যাগে পোস্ট করা যেতে পারে। এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামেও এই পোস্ট করা যাবে। কেউ যদি ভিডিও শুট করতে চান, তাও পারবেন। সেক্ষেত্রে যেতে হবে ইউটিউবে।হ্যাশ ট্যাগ #SheInspiresUs দিয়ে সব পোস্ট করতে হবে।