দিল্লির পরিকল্পিত সহিংসতাকে দাঙ্গার রূপ দেওয়া হয়েছে: মমতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৭:৫৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২০, ০৮:০৮ PM
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি এবার গুজরাট মডেল প্রয়োগ করেছে দিল্লিতে। গণহত্যা করেছে দিল্লিতে। সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) নিয়ে দিল্লিতে যা ঘটেছে, তা পূর্বপরিকল্পিত। পরে এই ঘটনাকে দাঙ্গার রূপ দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
সোমবার সকালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরদের এক সভায় এ কথা বলেছেন।
মমতা বলেন, ‘এখনো দিল্লিতে মিলছে মানুষের মৃতদেহ। গতকালও চারটি মৃতদেহ মিলেছে। প্রতিদিন নালা খুলছে আর বের হচ্ছে মৃতদেহ। দিল্লি থেকে আজ বহু মানুষ প্রাণের ভয়ে পালিয়ে গেছে। এবার দিল্লির মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা তাদের পাশে আছি। আমাদের দরজা খোলা। আমরা বিজেপির মতো হিংসা শেখাই না।
মমতা বলেন, কেন এই ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করা হলো না? যাঁরা প্রকাশ্যে ‘গুলি মারো’ স্লোগান দিয়েছে দিল্লিতে। তাদের গ্রেপ্তার করা হয়নি কেন?
তিনি বলেন, দিল্লি হলো একটা পৌরসভার মতো। অতটুকু জায়গা নিয়ন্ত্রণ করতে যারা পারে না, তারা আবার কীভাবে বাংলাকে চায়? আজ মমতা দিল্লির এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।