সন্তানের পর মারা গেলেন মা
রাজধানীর দিলু রোডের ভবনে আগুনে দগ্ধ দম্পতির মধ্যে জান্নাতুল ফেরদৌস জান্নাত মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয় বলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
রোববার (০১ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুলের মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পোড়া ছিল। জান্নাতুল ফেরদৌস তার স্বামী মো. শহিদুল কিরমানি রনির সঙ্গে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। নিহত নারীর স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রোববার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।
ঢামেক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নিহত জান্নাতুল ফেরদৌসের চার বছরের সন্তান রুশদি মারা যায়। বাকি নিহতরা হলেন- এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুঁথী (১৭) ও আব্দুল কাদের লিটন (৪০)।
এর আগে চলতি বছরের বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় জান্নাতুলের চার বছরের সন্তান রুশদিসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে বেশ কয়েকজন দগ্ধও হয়।