২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৯

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় তিন খন্ড বাস, নিহত ২০

  © সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিন খন্ড হয়ে গেছে। এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে সুক্কুর জেলার রোহরি রেলস্টেশনের কাছে একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল আর বাসটির গন্তব্য ছিল পাঞ্জাবের সারগোধা শহরে।

সুককুর কমিশনার শফিক আহমেদ মাহেসার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাদের রোহরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুক্কুর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনির মাঙ্গিরো জানান, আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিন্ধের মুখ্যমন্ত্রী মুরদা আলী শাহ খাইরপুরে সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ ও রক্ত সরবরাহের নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এর এক সহকারী চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত আছেন।