৪৩ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস
চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭১৫ জনে দাড়িয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৪ জনে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, হুবেই প্রদেশে নতুন করে মারা গেছেন ৫২ জন। আক্রান্ত হয়েছেন ৫০৮ জন। এর বাইরে আক্রান্ত হয়েছেন মাত্র পাঁচ জন। ভাইরাসটিতে আক্রান্ত ২৯ হাজার ৭৪৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৭৬৩ জন। আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৭০ জনের বেশি। হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৯৯৮ জন।
দক্ষিণ কোরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে সেনাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে ইউএসএফকে এক বিবৃতিতে জানিয়েছে, ওই সেনার বয়স ২৩। তিনি মার্কিন সেনাদের মধ্যে প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
চীনের বাইরে ইরানে মারা গেছেন ১৬ জন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ১১ জন। ইতালিতেও মারা গেছেন ১১ জন। জাপানে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত হয়েছেন ১৫৯ জন।
জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে মারা গেছেন চার জন। এর বাইরে হংকংয়ে দু’জন, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন, ফিলিপাইনে একজন মারা গেছেন।
এ ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জার্মানি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ম্যাকাও, কানাডা, কুয়েত, বাহরাইন, ইরাক, স্পেন, ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, বেলজিয়াম, কম্বোডিয়া, ক্রোয়েশিয়া, মিশর, ফিনল্যান্ড, ইসরাইল, লেবানন, নেপাল, রোমানিয়া, শ্রীলঙ্কা, সুইডেন ও সুইজারল্যান্ড ও ব্রাজিলে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।