১১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬

সেন্টমার্টিনে ট্রলারডুবিতে ১৫ জনের মরদেহ উদ্ধার

  © সংগৃহীত

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ডের সেন্টমার্টিন এক্সটেনশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুল হক এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে মোট ১২০ জন রোহিঙ্গা শরণার্থী ছিল।

এ ঘটনায় সাগরে ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এছাড়া আরও ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।