১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮

এবার ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একই দিনে

  © ফাইল ফটো

নতুন সংশোধিত বাংলা বর্ষপঞ্জিতে পয়লা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনে হচ্ছে এবারের ভালোবাসা দিবস। ইংরেজি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। আর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পয়লা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি। সংশোধনের পর একই দিনে পড়ছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস।

মন্ত্রিপরিষদের সভায় গত বছরের ২৮ অক্টোবর ২০২০ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন করা হয়।৩০ অক্টোবর ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবসের বাংলা তারিখে পরিবর্তন এসেছে।

১৯৭১ সালের কয়েকটি ঐতিহাসিক দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বাংলা বর্ষপঞ্জি তৈরি করা হয়েছে। ফলে ইংরেজি দিন ঠিক থাকলেও সামান্য পরিবর্তন হয়েছে বাংলা তারিখ। নতুন বর্ষপঞ্জিতে জাতীয় দিবসের বাংলা তারিখ একই থাকবে প্রতিবছর।

বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, বাংলা বর্ষপঞ্জি সংস্কারের কাজ শুরু হয় ভারতে ১৯৫২ সালে। জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহাকে প্রধান করে ভারত সরকার পঞ্জিকা সংস্কার কমিটি করে। তার আগে চান্দ্র হিসাব ধরে বাংলা বর্ষপঞ্জি করা হতো। ওই কমিটি জ্যোতির্বিজ্ঞানের আলোকে বাংলা বর্ষপঞ্জি সংস্কারের সুপারিশ করলে তা গৃহীত হয়।

পরে ১৯৫৬ সালে ড. মুহাম্মদ শহীদুল্লাহ কিছু সুপারিশ করলে নতুন বর্ষপঞ্জি তার আলোকে করা হয়েছে। বর্ষপঞ্জি সংশোধনের কাজ করেছে বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ। সংশোধিত বর্ষপঞ্জিতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাস ৩১ দিন এবং কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিন থাকবে। আর ফাল্গুন মাস ২৯ দিন হিসেবে গণনা করা হবে।

তবে লিপ ইয়ারে ফাল্গুন মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন হবে। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরসহ নজরুল জন্মজয়ন্তী ও রবীন্দ্র জন্মজয়ন্তীর বাংলা তারিখ সংশোধন করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা তারিখ হবে ৮ ফাল্গুন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিও ছিল ৮ ফাল্গুন।

স্বাধীনতা দিবস ২৬ মার্চের বাংলা তারিখ হবে ১২ চৈত্র, যা ১৯৭১ সালের ২৬ মার্চ ছিল ১২ চৈত্র। একইভাবে নজরুল জন্মজয়ন্তী ২৫ মে’র তারিখ ১১ জ্যৈষ্ঠ ও বিজয় দিবস ১৬ ডিসেম্বরের প্রতিসঙ্গী বাংলা তারিখ পহেলা পৌষ।