বগুড়ায় গণিত উৎসবের সমাপ্তি

  © টিডিসি ফটো

“গণিতের গানে গানে, বিজ্ঞানে বিজ্ঞানে” স্লোগানের মধ্যদিয়ে বগুড়ায় শেষ হয়েছে স্মার্ট অলিম্পিয়ান্স ফাউন্ডেশনের গণিত, ইংরেজি এবং বিজ্ঞান উৎসব। বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ ফেব্রুয়ারি শুক্রবার এই উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্মার্ট অলিম্পিয়ান্স ফাউন্ডেশনের এস. এম. সাকিব জুবাইরের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো. মাহমুদুল হাসান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান সোহেল  বলেন, “বগুড়া অঞ্চলের  শিক্ষার্থীরা সব দিক দিয়ে এগিয়ে থাকলেও বিভিন্ন ধরনের গণিত প্রতিযোগিতায় এই অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে আছে। কারণ তারা নিয়মিত গণিত চর্চা করেনা। গণিত হচ্চে চর্চার বিষয়। যে যত বেশি গণিত প্রাকটিস করবে সে তত ভাল করবে।” এ ধরণের গণিত উৎসব শিক্ষার্থীদের গণিতের প্রতি আরো উৎসাহ বাড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

2 (2)

অনুষ্ঠানে গণিত, ইংরেজি এবং বিজ্ঞান উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের সাথে তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।

স্মার্ট অলিম্পিয়ান্স ফাউন্ডেশন বগুড়া অঞ্চলের সমন্বয়ক আসাদুজ্জামান মানিকের  সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. অভি এবং বগুড়া অঞ্চলের ভলান্টিয়ারগণ।


সর্বশেষ সংবাদ