চীন ফেরত শিক্ষার্থীকে রংপুর মেডিক্যালে ভর্তি

  © ফাইল ফটো

চীনের একটি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। গত ২৯ জানুয়ারি সে দেশে ফিরলে জ্বর অনুভব করায় তাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনের পর্যবেক্ষণে রাখা হয়।

গতকাল শনিবার তার শ্বাসকষ্ট হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। করোনা ওয়ার্ডের জন্য গঠিত মেডিকেল টিম ওই শিক্ষার্থীর চিকিৎসা দিচ্ছে।

রংপুর মেডিক্যালে ভর্তি করা ওই শিক্ষার্থীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।

চীন ফেরত ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) যাবতীয় তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ