০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬

আল্লামা শফিকে নিয়ে হঠাৎ ভেঙ্গে পড়ল মঞ্চ

  © টিডিসি ফটো

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি ও সংগঠনটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সহ ভেঙ্গে পড়লো অনুষ্ঠানের মঞ্চ। তবে কেউ হতাহত হননি। শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহে তৈরি করা মঞ্চে এ ঘটনা ঘটে।

জানা যায়, কাদিয়ানী সম্প্রদায়কে (আহমদীয়া মুসলিম জামায়াত) রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আসরের নামাজ শেষে অনুষ্ঠানের কার্যক্রম শুরুর পরপরই মঞ্চের পেছনের অংশ ভেঙ্গে পড়ে। মঞ্চের নিচের বাঁশ খুলে গেলে মঞ্চ নিচে নেমে যায়। ওই সময়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।পরে আবার সম্মেলন শুরু হয়।

এসময় আল্লামা শফি জানান, ‌আমরা সরকারের সঙ্গে আছি। সরকারের কোনো ভয় নেই। তবে আমাদের দাবিও রয়েছে। কাদিয়ানিরা রাসূল (সা.) কে শেষ নবী হিসেবে মানে না। তাই আমরা তাদের কাফের ঘোষণা করেছি। আমরা চাই সরকারও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুক। আমাদের এই দাবি না মানলে আমরা সরকারের সঙ্গে নেই।'