৩১ জানুয়ারি ২০২০, ১০:৪২

করোনা ভাইরাসে ২১৩ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও‘র

  © বিবিসি

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৪২জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৩ জনে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও নয় হাজারে ছাড়িয়ে গেছে।

পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাতে ভাইরাসটি মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের এক সংবাদ সম্মেলনে জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এই ঘোষণা দেন।

চীনের হুবেই প্রদেশ কর্তৃপক্ষ বলছে, গতকাল বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। শুধু উহানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।

ডব্লিউএইচও প্রধান বলেন, এ ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্যসেবার দেশগুলোকে সুরক্ষার প্রস্তুতি নেওয়া হবে। চীনে করোনা ভাইরাস ছড়ালেও কয়েকদিন আগে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছিলো সংস্থাটি।

ডব্লিউএইচও কর্মকর্তারা বলছেন, চীনে নতুন করে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে এই রোগ ছড়িয়ে পড়ছে। সবকিছু পর্যালোচনা করে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাস ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশে ছড়িয়েছে। এছাড়া প্রায় ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।