চাকরির ভাইভা ফেলে রাস্তায় আহত বৃদ্ধকে নিয়ে ছুটলেন হাসপাতালে
দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ছুটছেন যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই যুবকের প্রশংসায় মেতেছেন অনেকে। ভিডিওটি শেয়ার করেছেন অসংখ্য মানুষ।
চাকরির ভাইভা দিতে যাচ্ছিলেন ওই যুবক। কিন্তু পথে এক বৃদ্ধকে রক্তাক্ত দেখে তাকে নিয়ে ছুটেন হাসপাতালে। গত রোববার এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মেচেদা এলাকায়। ওই যুবকের নাম শেখ ওয়ালিদ আলী। কলকাতার কাঁথি অঞ্চলের শ্রীরামপুরের বাসিন্দা তিনি। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চাকরির জন্য ঘুরছেন। খবর: আনন্দবাজার
হাওড়ার উলুবেড়িয়ার আল আমিন মিশন কলেজে বর্তমানে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। অরাজনৈতিক ছাত্র সংগঠন স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতিও তিনি
গত রোববার ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে অধ্যাপক পদে যোগদানের ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন তিনি। পাঁশকুড়া বনমালী কলেজে সকাল সাড়ে ৯টায় ইন্টারভিউ দেয়ার কথা ছিলো। কিন্তু পথে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ইন্টারভিউ আর দেয়া হয়নি।
ওয়ালিদ বলেন, ‘সকাল ৮টা ৪০ মিনিটে মেচেদায় সড়কে বৃদ্ধ পথচারীকে একটি মোটরসাইকেল সজোড়ে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে মারাত্মক আহত হন তিনি। অথচ কেউ এগিয়ে আসছিল না। ১০০-তে ফোন করে পুলিশের সাড়া পাইনি। এরপর বৃদ্ধকে নার্সিংহোমে নিয়ে যাই।’
তিনি জানান, চিকিৎসা চলাকালে পরিজনকে ফোন করে ডেকে আনেন। ততক্ষণে সাড়ে ৯টা বেজে যাওয়ায় ইন্টারভিউ দেয়ার সময় পেরিয়ে গেছে। ১০টার পরে কেন্দ্রে পৌঁছে দেখেন, অনেকে ইন্টারভিউ দিয়ে চলে গেছেন।
ওয়ালিদ জানান, দেরি হওয়ায় কেন্দ্রেই ঢুকতে দেয়া হয়নি। মোবাইল ক্যামেরায় তোলা ছবি দেখিয়ে ঘটনার কথা জানানোর পরও কলেজের অধ্যক্ষ ইন্টারভিউ দেয়ার সুযোগ দেননি। তিনি বলেন, ‘চাকরির পরীক্ষা দেয়ার সুযোগ অনেক আসবে। কিন্তু মানুষের প্রাণ চলে গেলে আর আসবে না। তাই আমার কোনো আক্ষেপ নেই।’