১৬ জানুয়ারি ২০২০, ০৮:৩৫

কবি নজরুলের পুত্রবধূ উমা কাজীর মৃত্যু

  © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী আর নেই। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন উমা কাজী।

কাজী নজরুল ইসলামের বড়ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ছিলেন উমা কাজী। তিনি রাজধানীর বনানীতে থাকতেন। তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজী।

প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয়েছিল ১৯৭৯ সালে। এক সময় কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার ঢাকায় চলে এসেছিলেন। তারপর থেকে কবির পরিবারের প্রায় তিন প্রজন্ম বাংলাদেশেই বসবাস করে আসছেন।