০৬ জানুয়ারি ২০২০, ০৮:১৩

যুদ্ধের 'লাল পতাকা' উড়াল ইরান

  © সংগৃহীত

সোলেইমানিকে হত্যার প্রতিশোধের বদলা নিতে যুদ্ধের পথ বেছে নিয়েছে ইরান।এরই মধ্যে শনিবার যুদ্ধের প্রতীক হিসেবে মসজিদে ‘লাল পতাকা’ উড়িয়ে দিয়েছে। হঠাৎ করে উত্তেজিত পরিস্থিতিতে লাল পতাকা বা ‘লাল ঝান্ডা’ উড়ানোর অর্থ ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। শিয়া সংস্কৃতিতে লাল পতাকা মানে অন্যায় রক্তপাতের বদলা নেওয়ার প্রতীক।

ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে রক্তলাল পতাকা উড়িয়েছে, যেখানে লেখা ‘যারা হোসেনের রক্তের বদলা নিতে চায়’। গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সোলাইমানির।

ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইরানপন্থী ইরাকি আধা সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও। সেদিনের ড্রোন হামলায় তাঁরাও মৃত্যু হয়েছে।