০২ জানুয়ারি ২০২০, ১০:১৩

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, নিহত ১৮

  © আল জাজিরা

অস্ট্রেলিয়ায় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া দাবানলে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে দেশটির অধিবাসীরা। আগুনে এ পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৭ জন। পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীকে তলব করেছে অস্ট্রেলিয়া। খবর: বিবিসি।

উপকূলীয় অঞ্চলে ভয়াবহ দাবানলে শত শত বাড়ি পুড়ে গেছে। দেশটির আঞ্চলিক এবং কেন্দ্রীয় সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ আগুন নেভানোর কাজে অস্ট্রেলিয়াকে সহায়তা করা শুরু করেছে। তীব্র গরম এবং খরার কারণে এভাবে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে।

গত মঙ্গলবার থেকে আগুন থেকে বাঁচতে অনেক মানুষ সমুদ্র সৈকতে গিয়ে আশ্রয় নেয়। তবে অনেকে দুর্গত এলাকায় রয়ে গেছে বলে জানা গেছে। বিবিসি জানিয়েছে, সর্বশেষ দাবানলে ইস্ট গিপসল্যান্ড এবং ভিক্টোরিয়াতেই ৪৩টি বাড়ি ধ্বংস হয়েছে।

১৭৬টি পুড়ে গেছে নিউ সাউথ ওয়েলস অঞ্চলে। আগুনে নিউ সাউথ ওয়েলসে মৃত্যু হয়েছে সাতজনের। সব মিলিয়ে এবারের মৌসুমে আগুনে ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি রাজ্যে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি নিউ সাউথ ওয়েলস রাজ্যে। এছাড়া ভিক্টোরিয়াসহ আরও কয়েকটি অঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে।

মূলত অধিক বনভূমি যুক্ত এলাকায় আগুন বেশি ছড়িয়ে পড়ে। মেলবোর্ন, সিডনির মতো এলাকায়ও দাবানলের প্রভাব পড়েছে। অবস্থার সামান্য উন্নতি হলে ভিক্টোরিয়ায় বন্ধ করে দেওয়া একটি সড়ক দুই ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। তবে নতুন বছরের শুরু থেকে নিউ সাউথ ওয়েলসে পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায়।

গত বুধবার নিউ সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, এ বছর আগুনে সেখানকার মোট ৯১৬টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৬৩টি বাড়ি।