২৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭

সূর্যগ্রহণ দেখতে না পেয়ে হতাশ মোদি

  © সংগৃহীত

ভারতের ১৩০ কোটি নাগরিকের সঙ্গে অতি উৎসাহ নিয়ে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দুঃখের বিষয় হলো সূর্যগ্রহণের দৃশ্য দেখতে পারলেন না। তাই সোশ্যাল মিডিয়া টুইটারে হতাশা প্রকাশ করেছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত, মেঘের আচ্ছন্নতার কারণে আমি সূর্যগ্রহণ দেখতে পেলাম না, তবে লাইভ স্ট্রিমের সাহায্যে আমি কোজিকোড় এবং অন্যান্য অংশের গ্রহণের ঝলক দেখতে পেয়েছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছি।

উল্লেখ্য, এই দশকের শেষ সূর্যগ্রহণ ছিল আজ। সকাল ৮টা ২৭ মিনিট থেকে ২টা ৫মিনিট পর্যন্ত চলেছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এক্স-রে ফিল্ম, নেগেটিভ, ভিডিও এবং অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি ও অবলোহিত রশ্মি আটকে না। তাই কোনোক্রমেই এগুলো দিয়ে সূর্যগ্রহণ দেখা উচিত নয়।