১০ ডিসেম্বর ২০১৯, ১৩:১৭
ফেসবুকে ছড়িয়ে পড়া ইশা আন্দোলনের সেই ছবিটি ভুয়া
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। তাতে শিশু মেয়েদেরকে নিয়ে আপত্তিকর দাবি জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।
তবে অনুসন্ধানে ওই ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। মূলত মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি স্বাগত মিছিল বের করে ইশা ছাত্র আন্দোলন। পরে সেটি ফটোশপের মাধ্যমে সম্পাদনা করে এভাবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। কারা ছড়িয়েছে তা অবশ্য জানা যায়নি।
ছবিটি যে ভুয়া তা বিডি ফ্যাক্টচেকের একটি বিশ্লেষণে উঠে এসেছে। অনুসন্ধানী সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে মূল ছবি এবং সম্পাদিত ভুয়া ছবিটি দিয়ে আসল-নকল দেখিয়ে দেয়া হয়েছে। অবশ্য মিছিলটি কোন বছরের রমজান মাসে করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।