২১ নভেম্বর ২০১৯, ১৪:৩৮

দড়ি নয়, সাপ দিয়ে খেলছে শিশুরা (ভিডিও)

কিশোর-কিশোরীদের খেলা দড়ি লাফ। শৈশবেকালে এ খেলা খেলেননি এমন মানুষ নেই বললেই চলে। তবে কখনো কি ভাবতে পারেন সাপ নিয়ে দড়ি লাফ খেলার কথা। চিন্তা করাও অসম্ভব।

কিন্তু সামাজিকমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দড়ির বদলে মস্ত এক সাপ নিয়ে শিশুরা। যদিও আতঙ্কিত হওয়ার মতো ঘটনা তবে আতঙ্ক হওয়ার কারন নেই একদমই তার কারণ সাপটি জীবিত নেই।

শিশুদের এই খেলার ভিডিও ধারণ করেন এক নারী। পরে সেটি সামাজিকমাধ্যমে আপলোড করেন।

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভিডিওটি ভিয়েতনামের। সেখানে সাপের উপদ্রব অনেক বেশি।সর্বত্রই সাপের দেখা মেলে। তাই এই সরীসৃপটির সাহচর্যে সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন।

এ ছাড়া দেশটিতে বিষাক্ত সাপের সংখ্যা একেবারে কম নেই। এ পর্যন্ত ১০ লাখের বেশি দেখা হয়ে গেছে ভিডিওটি। ২৭ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে আপলোড করে ক্রাফু টেলিভিশন।