আমাকে ২০২০ পর্যন্ত আপনাদের হৃদয়ে রাখুন: সাকিব

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞায় ক্রিকেট দুনিয়া তুলপাড়। অবশ্য দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি কমিয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট। বিষয়টি নিয়ে শুক্রবার রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রথমবারের মতো স্ট্যাটাস দিয়েছেন সাকিব। যাতে তিনি আইসিসির তদন্ত, বিসিবির অবস্থান ও নিজের কিছু বিষয় পরিষ্কার করেছেন।

সাকিব বলেছেন, আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট-এর পুরো তদন্ত গোপনীয় ছিল এবং তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুদিন আগে আমার কাছ থেকে জানতে এসেছিল। এরপর থেকেই বিসিবি আমার অবস্থা বুঝতে পেরেছে এবং সেজন্য আমি বিসিবির প্রতি কৃতজ্ঞ।

স্ট্যাটাসের শুরুতেই সাকিব বলেছেন, আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী, এই বলে শুরু করা যাক যে আমি আপনাদের নিঃশর্ত সমর্থন এবং স্নেহ দ্বারা সত্যিই ধন্য হয়েছি। কারণ, এই সময়টা আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিল । গত কয়েক দিনে আমি আপনার দেশকে প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে বেশি উপলব্ধি করেছি। এই স্ট্যাটাসে, আমি আমার সেইসব সমর্থকদের কাছ থেকে শান্ত এবং ধৈর্যের জন্য অনুরোধ করছি; যারা আমার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট-এর পুরো তদন্ত গোপনীয় ছিল এবং তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুদিন আগে আমার কাছ থেকে জানতে এসেছিল। এরপর থেকেই বিসিবি আমার অবস্থা বুঝতে পেরেছে এবং সেজন্য আমি বিসিবির কৃতজ্ঞ।

আমি বুঝতে পারি কেন অনেক মানুষ সাহায্যের জন্য প্রস্তাব দিচ্ছে এবং আমি সত্যিই এটার প্রশংসা করি। যাই হোক, পুরো বিষয়টিতে একটি প্রক্রিয়া আছে এবং আমি আমার নিষেধাজ্ঞা গ্রহণ করেছি; কারণ আমি মনে করেছি যে, এটা সঠিক কাজ ছিল ।

আমার পুরো ফোকাস এখন ক্রিকেট মাঠে ফিরে আসছে এবং ২০২০ সালে আবার বাংলাদেশের জন্য খেলা করছে। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনার প্রার্থনা এবং হৃদয়ে রাখুন। আপনাদের ধন্যবাদ ।

উল্লেখ্য, জুয়াড়ির সঙ্গে একাধিকবার বার্তা চালাচালি করেও সেটি আইসিসির দুর্নীতিদমন ইউনিট বা বিসিবির দুর্নীতি সংশ্লিষ্ট ইউনিটের কাউকে না জানানোর অভিযোগ এনে গত মঙ্গলবার সাকিব আল হাসানকে দুবছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যার একবছর স্থগিত নিষেধাজ্ঞা।


সর্বশেষ সংবাদ