সাকিব ছাড়া সমস্যা দেখছি না: লিটন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৫:৪২ PM , আপডেট: ০১ নভেম্বর ২০১৯, ০৭:৪৩ PM
সাকিব ছাড়া ভারত সফরে সমস্যা হবে না বলে মন্তব্য ওপেনার লিটন দাসের। শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এমনটাই জানালেন তিনি। লিটন বলেন, ‘আমরা এই সিরিজ শুরুর অপেক্ষায় আছি, কারণ ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। এর আগেও ইনজুরির কারণে সাকিব এশিয়া কাপে খেলতে পারেনি, তাই আমি মনে করি এতে কোনো সমস্যা হবে না।’
অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিটন দাস বলেন, সাকিব বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় এবং দল অবশ্যই তাকে মিস করবে।
ভারতীয় সংবাদমাধ্যমকে লিটন আরো বলেন, ‘আমরা এ সিরিজে তাকিয়ে আছি কারণ ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। এর আগে সাকিব চোটে থাকতে কিন্তু আমরা এশিয়া কাপ খেলেছি। তাই কোনো সমস্যা দেখছি না। বিষয়টি এমন নয় যে, তিনি বাংলাদেশের হয়ে টানা খেলছে। ২০১৮ সালে একটা সময় গেছে যখন চোটের কারণে প্রায় ছয় মাস বাইরে ছিলেন। গত বছর তিনি এশিয়া কাপে না থাকলেও আমরা কিন্তু ফাইনাল খেলেছিলাম।’
পড়ুন: সাকিব নিজে থেকেই আগে নিষেধাজ্ঞা চেয়েছিলেন: আকরাম
তবে সাকিবের অনুপস্থিতি দলের জন্য যে অনেক বড় ক্ষতি তা মেনে নিচ্ছেন লিটন, ‘সাকিবের অনুপস্থিতি আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। এই সিরিজের আগে তাঁকে এভাবে হারানো আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কা। আমাদের এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে মনোযোগী হতে হবে। তরুণেরা পারফর্ম করলে তা আমাদের জন্য ভালো হবে।’
দেশের ক্রিকেট সমর্থকসহ অনেক ক্রীড়া বিশ্লেষকেই মনে করছেন, বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতি ভারতের মতো পরাক্রমশালী দলে বিপক্ষে ভালোই টের পাবে বাংলাদেশ দল। কিন্তু এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। তিনি মনে করেন, সাকিব ছাড়া রোহিত শর্মাদের হারানো সম্ভব। তিনি আরও বলেন, ‘ভারতে আসার আগে আমাদের প্রস্তুতিটা বেশ চমৎকার হয়েছে। এ সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পটি পুরোদমে হয়েছে। শুধু তাই নয়, এখানে (ভারতে) এসেও অনুশীলন করেছি। আমার মনে হয় নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে কোনো অসুবিধা হবে না আমাদের। ’
দলের নতুন কম্বিনেশন আর লক্ষ্য নিয়ে লিটন বলেন, ‘আমাদের দলের অধিকাংশ খেলোয়াড় নতুন। সবাই এই তরুণদের স্বাভাবিক খেলা দেখার অপেক্ষায় আছে। আমাদের মনোযোগ আপাতত টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে এবং আমরা এখনও দিবারাত্রির টেস্ট নিয়ে ভাবছি না।’
পড়ুন: ভারত-বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ বাতিল চান গম্ভীর
রোববার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করেছে লাল-সবুজের দল।
উল্লেখ্য, তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুকে না জানানোয় আইসিসি তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। যে কারণে এক বছরে ৩৬টি আর্ন্তজাতিক ম্যাচ খেলতে পারছেন না সাকিব। অর্থাৎ ভারত সফরসহ একটা লম্বা সময়ের জন্য দলের সবচেয়ে বড় তারকাকে পাচ্ছে না বাংলাদেশ দল। শুধু তাই নয় এক বছরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককেও হারালো টাইগাররা। ইতিমধ্যে প্রথমবারের মতো সাকিববিহীন দল ভারতে পূর্ণাঙ্গ সফরে গেছে।
আরো পড়ুন: পাপনকে আসিফ নজরুলের পরামর্শ