সাকিবের চুক্তি বাতিল করছে উবার, শঙ্কায় ইউনিলিভারও

  © ফাইল ফটো

জুয়াড়ির প্রস্তাবের তথ্য না জানানোয় আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে। ফলে এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে তাকে। এতে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।

বাংলাদেশ ক্রিকেট দলে খেলতে পারবেন না, এটিই তার সবচেয়ে বড় ক্ষতি। পড়ছেন ভাবমূর্তি সংকটেও। সবার আগে শঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তি। বাঁ হাতি অলরাউন্ডার কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে মাসে বেতন পেতেন চার লাখ টাকা। এ চুক্তি থেকে সাকিবকে বাদ দেওয়ার শঙ্কাই বেশি। 

সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে তাঁর অনেক পৃষ্ঠপোষক। সাকিবের সঙ্গে কোনো প্রতিষ্ঠানের চুক্তি সাময়িক। কোনোটি আবার বার্ষিক। সাকিবের সঙ্গে চুক্তি আছে উবার, ইউনিলিভারের। এছাড়া চুক্তি রয়েছে পাঁচ তারকা হোটেলের সঙ্গে।

শুভেচ্ছাদূত হিসেবে আছেন শিশু তহবিল প্রতিষ্ঠান ইউনিসেফের সঙ্গে। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন থাকবে কি থাকবে না তা নিশ্চিত নয়। তবে একটি সূত্র নিশ্চিত করেছে আপাতত চুক্তির ইতি টানতে যাচ্ছে উবার।

পড়ুন: আইসিসির শর্ত মানলে শাস্তি কমবে সাকিবের

সাকিব সবচেয়ে বড় অঙ্কের চুক্তি করেছিলেন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে। বিসিবি দাবি করছে, সাকিব নিয়ম ভেঙে এই চুক্তি করেছেন। ফলে এ চুক্তির বৈধতা নিয়ে রয়েছে প্রশ্ন। এখন সাকিবের সম্পর্ক সুতোয় ঝুলছে প্রতিষ্ঠানটির।

বাকি প্রতিষ্ঠানগুলো চুক্তি অব্যাহত রাখবে কিনা, সেটি কদিনের মধ্যে জানা যাবে। গত বছর স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর স্পনসররা সরে গিয়েছিল। সাকিবের ক্ষেত্রেও সেটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাকিব দুর্দান্তভাবে ফিরে এলে আবার হয়তো আগের মতো কোটি কোটি টাকার প্রস্তাব নিয়ে তাঁর দিকে হাত বাড়িয়ে দেবে এসব প্রতিষ্ঠান। তবে আপাতত বড় আর্থিক ক্ষতির মধ্য দিয়ে যেতে হবে সাকবিকে।


সর্বশেষ সংবাদ