১০ দাবি মেনে নিয়েছে বিসিবি, আজ মাঠে ফিরছেন সাকিবরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:০৮ AM , আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:০৮ AM
বেতন বৃদ্ধিসহ যে ১৩টি দাবি সাকিব-তামিমরা করেছেন তার মধ্যে ১০টি দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ফলে সাকিব-তামিমরা মাঠে ফেরার ঘোষণা দিয়ছেন।
বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ও পরিচালকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বুধবার রাত ১১টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ক্রিকেটাররা। তাতে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেন ক্রিকেটাররা।
এর মধ্য দিয়ে আগামী মাসে জাতীয় দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেল। আজ শুক্রবার ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর ঘরোয়া লিগের ক্রিকেটাররা মাঠে ফিরবেন শনিবার। দু’দিন পিছিয়ে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে।
গুলশানের একটি হোটেলে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আগের ১১ দফার সঙ্গে আরও নতুন দুটি দাবি যোগ করে ১৩ দফা দাবি পেশ করেন ক্রিকেটাররা। পরে রাত ৯টার দিকে বোর্ডের সঙ্গে আলোচনার জন্য ক্রিকেটাররা বিসিবিতে আসেন।
সাড়ে ৯টার দিকে শুরু হওয়া আলোচনা প্রায় দেড় ঘণ্টা পর শেষ হয়। সংবাদ সম্মেলনে নাজমুল হাসান ঘোষণা দেন, ‘আগে যেভাবে বলেছিলাম সেভাবেই তাদের প্রায় সব দাবি মেনে নেয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
ভারত সফরকে সামনে রেখে ২৫ অক্টোর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। বিসিবি দাবি মেনে নেয়ার পূর্ব নির্ধারিত সেই তারিখ তথা আজ শুক্রবার থেকেই ক্রিকেটারদের ক্যাম্প শুরু হচ্ছে মিরপুরে।
গত সোমবার প্রাথমিক পর্যায়ে ১১ দফা দাবি করে খেলা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন সাকিব আল হাসানরা। তাদের সেই ঘোষণার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ নিয়ে গতকাল বুধবার গুলশানে সংবাদ সম্মেলন করে ক্রিকেটাররা আগের দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন। সব মিলে ক্রিকেটারদের দাবি ছিল ১৩টি। এর মধ্যে ১০টি দাবি মেনে নেয় বিসিবি।
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্তা না থাকায় সাকিবদের সেই দাবি মেনে নেয়নি ক্রিকেট বোর্ড।
এছাড়া ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেট থেকে আয়ের লভ্যাংশ সাকিবদের প্রদান এবং নারী ক্রিকেটারদের ন্যায্য হিস্যা নিয়ে সবশেষ যে দুটি দাবি করেছেন টাইগাররা তা এখনই মেনে নিতে পারছে না বিসিব।
সবশেষ সংযোজন এই দুই দাবি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে পরবর্তীতে বসার আশ্বাস দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।