সৈকতে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন মোদি (ভিডিও)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটছেন। তার হাতভর্তি প্লাস্টিকের পরিত্যাক্ত বোতল। প্রতিটি কুড়িয়ে হাতে থাকা ব্যাগে রাখছেন। বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে এভাবেই দেখা গেল তাকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রচারণার অংশ হিসেবে সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়ানোর এই ভিডিও প্রকাশ করেছেন মোদি । ভিডিওটি ধারণ করা হয়েছে তামিলনাড়ুর মামালাপুরাম সৈকতে।
ভিডিওতে দেখা যায়, মোদির পরনে কালো ট্রাউজার ও পোলো শার্ট। খালি পায়ে সমুদ্রসৈকতে হাঁটছেন। দেখে মনে হবে, যেন প্রাতর্ভ্রমণে বের হয়েছেন। আশপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও মোড়ক তুলে নিচ্ছেন। রাখছেন একটি ব্যাগে। ভিডিও শেষে দেখা যায়, পিঠে একটি ছোট্ট সেই ব্যাগ নিয়ে মোদি এগিয়ে যাচ্ছেন।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি তামিলনাড়ু রাজ্যের মামালাপুরাম এলাকায় আছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে এর আগে আজ সকালে ভারতের জনগণের জন্য দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই বার্তা দেন তিনি।