কাশ্মীরিদের উপর স্বৈরশাসন চালানো হচ্ছে: আতিফ আসলাম
কাশ্মীরিদের উপর অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে বলে দাবি করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পি আতিফ আসলাম। হজে যাওয়ার আগে এক টুইটে এ দাবি করেন তিনি। খবর জিনিউজের।
নিজের টুইটারে আতিফ লিখেছেন, সকলের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাইছি। ইনশাআল্লাহ, আমি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রার জন্য বের হচ্ছি। হজযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমি আমার ভক্ত, পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছি। যদি আমি কারোর ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলেও ক্ষমা চেয়ে নিতে চাই। পাশাপাশি কাশ্মীরিদের উপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে আমি তার তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরাপরাধ কাশ্মীরিদের মঙ্গল করুন।
তবে এই মন্তব্যের জন্য আতিফকে একহাত নিয়েছেন ভারতীয় নেটিজেনরা। কাশ্মীরকে নিয়ে ভারত সরকারের এই সিদ্ধান্ত আতিফকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে নেওয়ার পরমর্শ দিয়েছেন তারই এক ভক্ত। পাক গায়কের উদ্দেশে তিনি লিখেছেন, 'দয়া করে কোনও অপপ্রচারে কান দেবেন না। কাশ্মীরিদের সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা ভারতীয়। ওরা আমাদের। ওদের সুরিক্ষিত রাখা হয়েছে। এবার তাদের কাশ্মীরকে হারানোর ভয়ে কাঁদতে দিন যারা শুধুই কাশ্মীরের ভূখণ্ড ও সম্পদ হাতানোর ফন্দি করছিল। কাশ্মীরিদের জন্য তাদের কোনও চিন্তা নেই।
প্রসঙ্গত, পাকিস্তানের গায়ক হওয়া সত্ত্বেও বলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন আতিফ আসলাম। বলিউডে 'জহের' ছবিতে প্রথম গান গেয়েছিলেন আতিফ। তারপর একের পর এক ছবিতে গান গেয়েছেন এই গায়ক। সালমান খানের একাধিক ছবিতেও গান গাওয়ার জন্য এই আতিফ আসলামকে বেছে নেওয়া হয়েছে। সর্বশেষ 'বাগী-২' ছবিতেও গান গেয়েছেন এই গায়ক।