সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা
ইয়েমেনের হুথি আানসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান বিমানবন্দরের হ্যাঙ্গারে আবারো ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয় বলে জানা গেছে।
রাজধানী সানায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক সংবাদ সম্মেলনে জানান, ড্রোনগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। ড্রোন হামলার কারণে জিজান বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়।
এদিকে, ইয়েমেনি সেনাদের অন্য এক অভিযানে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত কয়েকজন সেনা হতাহত হয়েছেন। ইয়েমেনের মধ্যঞ্চলীয় আল-বাইদা প্রদেশে এক সমাবেশে ইয়েমেনি সেনারা ড্রোন দিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর: পার্স টুডে।