ভারতে আইএস হামলার আশঙ্কা, সতর্কবার্তা
চলতি বছরই আইএস হামলায় রক্তাক্ত হয়েছে শ্রীলঙ্কা। এবার ভারতেও তাদের নজর পড়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, দেশটির পুলিশকে বিষয়টি নিয়ে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশকে সতর্ক করে দিয়েছেন গোয়েন্দারা। এই সতর্কবার্তায় বলা হয়, ভারত মহাসাগরীয় এলাকায় শ্রীলঙ্কা এবং ভারতের ওপর নজর পড়েছে আইএসের। এই দুই দেশে বড় ধরনের নাশকতা চালানোর ছক কষছে তারা।
সম্প্রতি কেরালা পুলিশের তিন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন গোয়েন্দারা। তাতে বলা হয়েছে, মার্কিন যৌথ বাহিনীর অভিযানে ইরাক এবং সিরিয়ায় দখলকৃত অঞ্চল হারিয়েছে আইএস। তাই সন্ত্রাসী কার্যক্রম থামানোর ইচ্ছা নেই তাদের। বরং জঙ্গিরা যে যেখানে রয়েছে, সেখান থেকেই নাশকতার ছক কষছে। এই মুহূর্তে ভারত এবং শ্রীলঙ্কার উপ নজর পড়েছে তাদের। এই দুই দেশে বড় ধরনের নাশকতা চালানোর ছক কষছে তারা।
কেরালার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কাশ্মীরের মতো রাজ্যগুলোকে নিশানা করা হতে পারে বলে জানা গেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আইএসের সক্রিয়তা সম্ভাব্য হামলার ইঙ্গিত দিচ্ছে বলেও দাবি করেন তারা।
কেরালা পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে রাজ্যটি থেকে প্রায় ১০০ জন আইএসে যোগ দিয়েছে। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল আরো কয়েক হাজার মানুষ। রাজ্যের ২১টি কাউন্সেলিং সেন্টারে তাদের মধ্যে তিন হাজার জনকে স্বাভাবিক অবস্থায় ফেরানো গেছে। তবে নজরদারির মধ্যে রয়েছে তারা। গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়ে রাজ্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে, নজরদারি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।