১৪ জুন ২০১৯, ১১:২০

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার অভিযোগ অস্বীকার করেছেন টারান্ট

  © ফাইল ফটো

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টন হ্যারিসন টারান্ট নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, ব্রেন্টন হ্যারিসন টারান্টের বিরুদ্ধে আদালতে ৫১জন মানুষকে হত্যা, ৪০ জন মানুষকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগসহ মোট ৯২টি অভিযোগ আনা হয়েছে।

ক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেয় টারান্ট। সেখানে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজ চলার সময় চালানো ওই হামলায় নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছেন।

হামলা থেকে বেঁচে যাওয়া বেশকয়েকজন ব্যক্তি ও নিহতদের স্বজনরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

টারান্টের আইনজীবী যখন নিজেকে নির্দোষ দাবি করে তার মক্কেলের দেয়া বিবৃতি পড়ে শোনান, আদালত কক্ষে তখন উচ্চ কক্ষে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে ডুকরে কেঁদে ওঠেন।

আদালতের বিচারক বলেছেন, ১৬ই অগাস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কুখ্যাত টারান্টের রিমান্ড চলবে। আগামী বছরের ৪ মে পর্যন্ত মামলার কার্যক্রম চলবে।

এর আগে এপ্রিলে যখন টারান্ট আদালতে হাজিরা দিয়েছিলেন, তাকে মানসিক চিকিৎসা নেবার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু এখন আর তার সুস্থতা নিয়ে কোন প্রশ্ন নেই বলে জানিয়েছেন বিচারক।