এভারেস্ট থেকে নামানো হলো ১১ হাজার কেজি বর্জ্য, ৪ মৃতদেহ
নেপাল সরকার এভারেস্ট থেকে আবর্জনা পরিষ্কারের অভিযান শেষে ১১ টন বর্জ্য নামিয়ে আনে। যা কেজির হিসেবে দাঁড়ায় ১১ হাজার কেজি। এরমধ্যে ৭ টন আবর্জনা উদ্ধার হয়েছে এভারেস্টের বেস ক্যাম্প থেকে। আর ৪ টন আবর্জনা মিলেছে এভারেস্টমুখী গ্রাম লুকলা ও নামচে বাজার থেকে। আবর্জনার পাশাপাশি চারটি মৃতদেহও উদ্ধার হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে পর্যটন বিভাগ।
নেপালের পর্যটন বিভাগ জানায়, দশকের পর দশক ধরে জমে থাকা ওই আবর্জনার স্তূপ সরানোর কাজ শুরু হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে। ১২ জন দক্ষ শেরপাকে নিয়ে এই অভিযান শুরু করে নেপাল। আবর্জনার পাশাপাশি চারটি মৃতদেহও উদ্ধার হয়েছে। গত সপ্তাহে সেগুলি কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে। এই আবর্জনা সাফ করতে অন্তত ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে নেপাল সরকারের। স্থানীয় প্রশাসনের দাবি, এসব আবর্জনার মধ্যে রয়েছে প্লাস্টিক থেকে জৈব বর্জ্য। প্রায় কয়েক দশক ধরে পড়ে রয়েছে ওই সব আবর্জনা। অভিযাত্রীদেরই এর জন্য দায়ী করেছে প্রশাসন।
নেপালের পর্যটন দফতরের তরফে দান্দু রাজ ঘিমিরে বলেন, অসাধারণ এই শৃঙ্গের সৌন্দর্য রক্ষায় নেপাল যথেষ্ট সক্রিয় নয় বলে সমালোচনা হচ্ছিল আন্তর্জাতিক স্তরে। পরিবেশবিদরাও উদ্বেগ জানাচ্ছিলেন। এই অভিযানের পরেও সরকার এভারেস্টে মানব বর্জ্য পরিষ্কারের কাজ চালিয়ে যাবে।
প্রতি বছর, কয়েকশো অভিযাত্রী ও শেরপা এভারেস্ট অভিযানে যান। অধিকাংশ ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার, থেকে বেঁচে যাওয়া খাবার, বিয়ারের বোতল ফেলে রেখে চলে আসেন তাঁরা। আবর্জনার এই স্তূপ থেকে হিমালয়কে বাঁচাতে মরিয়া নেপাল।