২০ মে ২০১৯, ১৩:৫৬

কথা বেরোয়নি মোদির মুখে, সংবাদ সম্মেলনের নিউজ হলো সাতটি ছবি

  © টিডিসি ফটো

ভারতে এখন চলছে জাতীয় নির্বাচন। আর কয়দিন বাদেই দেশটিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এর আগে অর্থ্যাৎ চলতি মেয়াদের পাঁচ বছর প্রাধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর পাঁচ বছরের মধ্যে একবারও সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি!

তবে লোকসভা নির্বাচনের শেষপর্যায়ে এসে অবশেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে তাতে সাংবাদিকদের আশা পূরণ হয়নি। কারণ লিখিত বক্তব্য দেয়ার পর প্রশ্নোত্তর পর্বে মুখ বুজে বসে ছিলেন। তাদের কোনো প্রশ্নের জবাবই দেননি নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর এভাবে চুপ করে বসে থাকা ভালোভাবে নেয়নি ভারতের গণমাধ্যম। দেশটির প্রভাবশালী সংবাদপত্র টেলিগ্রাফ রীতিমতো আরেক খবরের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দেয়ায় তারা শনিবার প্রধান খবরের জায়গা ফাঁকা রেখে প্রতিবাদ জানিয়েছেন।

ফাঁকা জায়গায় বড় একটি নিঃশব্দের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখেছে, ‘এক হাজার ৮১৭ দিন অপেক্ষার পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও তাতে নিঃশব্দ নেমে এসেছে।’ ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে একেবারেই চুপ করে বসেছিলেন মোদি। ওই দিনকার বিভিন্ন ভঙ্গির ছোট সাতটি ছবি পাশাপাশি দিয়ে সংবাদ সম্মেলনে মোদির অভিব্যক্তি কী ছিল সেটা প্রকাশ করেছে টেলিগ্রাফ।

সম্মেলনের ৩৬ মিনিটে বিবৃতি দেয়ার পর যখন প্রশ্নের সময় আসে তখন গালে হাত দিয়ে আনমনা হয়ে আছেন। প্রতিটি ছবির নিচে আলাদা ক্যাপশন লেখা হয়েছে।

ক্যাপশনে বলা হয়েছে, ৩৭ মিনিটে যখন দলের সভাপতি অমিত শাহ প্রশ্নের উত্তর দিচ্ছেন তখন মোদি রুমের চারপাশ তাকিয়ে পর্যবেক্ষণ করছেন। ৪১ মিনিটে যখন সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তখন মোদি উত্তর না দিয়ে অমিতকে দেখিয়ে বলেন, ‘আমি অনুগত সৈনিক। দলের সভাপতিই আমাদের সবকিছু।’

৪৪ মিনিটে অমিত যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন তখনও মোদি গালে হাত দিয়ে কক্ষের একদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ৪৫ মিনিটেও যখন অমিত প্রশ্নের উত্তর দেয়ায় ব্যস্ত তখনও মোদি আনমনা। ৪৭ মিনিটে অমিত কথা বলছেন, আর মোদি চিন্তায় ডুবে রইলেন।