২৮ নভেম্বর ২০২৫, ১৫:১২

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনা কর্মকর্তা, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গেলেন সেনেগালে

মেজর জেনারেল হর্তা ইনতা-আকে   © সংগৃহীত

মেজর জেনারেল হর্তা ইনতা-আকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে গিনি-বিসাউয়ে সেনাবাহিনী। গত বুধবার সেনারা দেশটিতে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগেই হঠাৎ বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন।

এদিকে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো একটি বিশেষ উড়োজাহাজে সেনেগালে গেছেন। গতকাল রাতে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠনগুলোর হস্তক্ষেপে দেশ ছাড়তে সমর্থ হন তিনি।

গত পাঁচ বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলে এটি নবম অভ্যুত্থানের ঘটনা। গিনি-বিসাউয়ের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তা ছাড়া কোকেন পাচারের একটি কেন্দ্র হিসেবে দেশটির কুখ্যাতি রয়েছে।

বুধবার গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা প্রেসিডেন্ট এমবালোকে ক্ষমতাচ্যুত করেছেন। তাঁরা নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ নামে পরিচয় দেন। তাঁদের দাবি, কিছুসংখ্যক রাজনীতিবিদ ও মাদক চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিল। তা ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাঁরা এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোর্তা ইনতা-আ সামরিক পোশাক পরে প্রথমবারের মতো দেশের নেতা হিসেবে প্রকাশ্যে হাজির হন। তিনি বলেন, মাদক চোরাচালানীরা গিনি-বিসাউয়ের গণতন্ত্র দখল করতে চাইছিল। তাই অভ্যুত্থান জরুরি হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, অন্তর্বর্তী শাসনব্যবস্থা এক বছর চলবে।

পরে একই দিন এক শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনতা মেজর-জেনারেল টমাস জ্যাসিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।