২২ নভেম্বর ২০২৫, ১৮:৩৪

‘আমাকে ফ্যাসিস্ট বলতে পারো’— মামদানিকে ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে বৈঠকে মামদানি ও ট্রাম্প  © সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মামদানির করা মন্তব্য নিয়েও তার আপত্তি নেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রতিবেদক মামদানিকে জিজ্ঞেস করেন— তিনি কি এখনও ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মনে করেন কিনা? জবাবে মামদানি বলেন, ‘আমি এ বিষয়ে আগেও বলেছি...।’

কিন্তু তখনই ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং থামিয়ে দেন। এরপর মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘ঠিক আছে, তুমি বলতে পারো— হ্যাঁ। (সাংবাদিকের কাছে) ব্যাখ্যা করার চেয়ে এটা সহজ। আমার আপত্তি নেই।’

বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো, অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। একটি বিষয়ে আমরা এক— আমরা দু’জনই চাই আমাদের প্রিয় শহরটি ভালোভাবে এগিয়ে যাক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা আবাসন নির্মাণ, খাদ্যমূল্য, এমনকি তেলের দাম কমে আসার মতো বিষয়েও কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, তিনি (মামদানি) হয়তো খুব ভালো একজন মেয়র হবেন, এটাই আমার কামনা। তিনি যত ভালো করবেন, আমি ততই খুশি হব। দলের ভেদাভেদ নেই। তিনি কিছু রক্ষণশীল এবং কিছু উদারপন্থি ভোটারকেও চমকে দিতে পারেন।’

পরে ট্রাম্পের পাশেই দাঁড়িয়ে মামদানি একমত পোষণ করে জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে দু’জনই গুরুত্ব সহকারে আলোচনা করেছেন।

উল্লেখ্য, নির্বাচনের আগে প্রচার সমাবেশে মামদানি একসময় ট্রম্পের বিরুদ্ধে এই শব্দটি ব্যবহার করেছিলেন বলে সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল।