১৫ নভেম্বর ২০২৫, ১৩:৪২

সোশ্যাল মিডিয়ায় উত্থানের পর ভারতের সর্বকনিষ্ঠ বিধায়ক, কে এই মৈথিলী ঠাকুর?

জনপ্রিয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর  © সংগৃহীত

বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। তিনি বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক শাস্ত্রীয় সংগীতশিল্পী। আলিনগরে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে বিপুল ভোটে হারান এই শিল্পী। তিনিই এখন বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

তরুণ এ শাস্ত্রীয় সংগীতশিল্পীর বয়স মাত্র ২৫ বছর। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম নেন মৈথিলী। তার শাস্ত্রীয় ও লোকসংগীতের হাতেখড়ি তার বাবা ও দাদার কাছে। ছোট ভাই ও বাবার সঙ্গে গানসহ নানা ধরনের ভিডিও ক্লিপ তৈরি করে ছাড়তেন সোশ্যাল মিডিয়ায়। এতে ধীরে ধীরে পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি।

২০১৭ সালের টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে পরিচিতি পান মৈথিলী ঠাকুর। ভারতের আলোচিত তরুণ সংগীতশিল্পীদের একজন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্যও তার জনপ্রিয়তা ব্যাপক।

আরও পড়ুন : বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন ট্রাম্প

ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন মৈথালী। সে সময় তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি।’

নির্বাচনে জয়ের পর সংবাদসংস্থা এএনআইয়ের এক সাক্ষাতকারে মৈথিলী ঠাকুর বলেন, ‘এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের সেবা করব। আমি এই মুহূর্তে শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছি এবং কীভাবে সেখানে কাজ করব, সেই চিন্তাভাবনা করছি।’