২৫ অক্টোবর ২০২৫, ১৩:০৯

পশ্চিমবঙ্গে ৫ বাংলাদেশি আটক

পশ্চিমবঙ্গে ৫ বাংলাদেশি আটক  © সংগৃহীত

অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থানার পুলিশ। একই সঙ্গে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের সীমান্তসংলগ্ন এলাকায় রশিদুল রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়িতে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে রশিদুল রহমানের স্ত্রী রাবেয়া বিবিকেও আটক করা হয়। এ ঘটনার পর সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।

পুলিশ সূত্রের দাবি, পাঁচ বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে তারা চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের ডোরাডাবরি সীমান্তসংলগ্ন রশিদুল রহমানের বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন—মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ লাজু ও মোহাম্মদ রুবেল ইসলাম।

স্থানীয় সূত্রের দাবি, কালীপূজোর রাতে চ্যাংড়াবান্ধা সীমান্তবর্তী গ্রামে আয়োজিত মেলার ভিড়ের সুযোগ নিয়ে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারেন।

মেখলিগঞ্জের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) আশীষ পি সুব্বা বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত আরও চারজন ভারতীয় নাগরিকের সন্ধান চলছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’