২৩ অক্টোবর ২০২৫, ১০:১১

রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

রাশিয়ার তেল কোম্পানি  © সংগৃহীত

রাশিয়ার দুই শীর্ষ তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে শান্তি চুক্তির জন্য মস্কোকে আলোচনায় বসাতে চাপ প্রয়োগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার (২২ অক্টোবর) জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, ‘পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধে অস্বীকৃতির কারণেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।‘ তিনি আরও জানান, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের ‘যুদ্ধের অর্থ জোগানদাতা’। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এখনই হত্যাযজ্ঞ বন্ধ করার সময়, এবং অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন।‘

বেসেন্ট আরও জানান, ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্তি আলোচনায় গুরুত্ব না দেওয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি পশ্চিমা মিত্রদেরও আহ্বান জানান যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে সমর্থন জানাতে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বুদাপেস্ট বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘প্রতিবার আমি ভ্লাদিমিরের (পুতিন) সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু এরপর কিছুই এগোয় না।‘

তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভালো ফোনালাপ হয়, কিন্তু তিনি কোথাও গিয়ে বৈঠক করতে চান না। বর্তমানে কোনো ইতিবাচক ফলাফল সম্ভব নয়। তবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়েই শান্তি চান। এখনই সময় এই যুদ্ধের অবসান ঘটানোর।‘

বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নতুন নিষেধাজ্ঞা শান্তি আলোচনায় অগ্রগতি আনতে সহায়ক হবে। তিনি এই নিষেধাজ্ঞা প্যাকেজকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন এবং বলেন, রাশিয়া যুদ্ধ বন্ধে রাজি হলে তিনি দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নিতে চান।

রুটে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এটি পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘চাপ প্রয়োগ করতেই হবে, আর আজ তিনি (ট্রাম্প) ঠিক সেটাই করেছেন।‘

বুধবারের আগেই রাশিয়া ইউক্রেনের ওপর তীব্র বোমাবর্ষণ চালায়, যাতে অন্তত সাতজন নিহত হয়, যাদের মধ্যে শিশুদেরও অন্তর্ভুক্ত ছিল।

 সূত্র: রয়টার্স, বিবিসি